ফুটবল বিশ্বকাপের আগেই খবরের শিরোনামে আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়োর। তেমন কাণ্ডই ঘটিয়েছেন তিনি। এক ম্যাচেই দেখিয়েছেন দশটি লাল কার্ড! যেন খেলোয়াড়দের ম্যাচ শেষের আগেই মাঠের বাইরে পাঠিয়ে দিতে চেয়েছিলেন তিনি।
আসন্ন কাতার বিশ্বকাপের অন্যতম রেফারি এই ফাকুন্দো তেয়োর। এর আগেই খেলোয়াড়দের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিলেন লিওনেল মেসির দেশের এই রেফারি।
আর্জেন্টিনার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সোমবার দশ খেলোয়াড়কে লাল কার্ড দেখান তেয়োর। ম্যাচটি হচ্ছিল বোকা জুনিয়র্স এবং রেসিং ক্লাবের মধ্যে। নির্ধারিত ৯০ মিনিটে বোকার সেবাস্তিয়ান ভিয়া এবং রেসিংয়ের জোহান কার্বোনেরো লাল কার্ড দেখান তোয়ের।
এর পর অতিরিক্ত সময়ে ঘটে এক ঘটনা। শেষ মিনিটে কর্নার পায় রেসিং। কর্নার কিকে মাথা ছুঁইয়ে গোল করেন কার্লোস আলকারাজ। খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে বোকা জুনিয়র্সের ডাগ আউটের সামনে গিয়ে উদযাপন করতে থাকেন। এতে ক্ষেপে যায় বোকার খেলোয়াড় ও কোচিং স্টাফরা।
বেঞ্চে থাকা বোকার ফুটবলাররা তেড়ে আসেন কার্লোসের দিকে। তাকে ঘিরে ধরে ধাক্কা মারতে থাকেন তারা। কেউ কেউ আলকারাজের কান টেনে ধরেন। একজন বল ছুড়ে মারেন মুখে।
রেফারি ফাকুন্দো তেয়োর দৌড়ে এসে সবার আগে লাল কার্ড দেখান কার্লোসকে। কারণ, গোল উদযাপনের বোকা বোকা জুনিয়র্সের ডাগ আউটে গিয়ে অহেতুক ঝামেলা বাঁধিয়েছেন তিনি। তার গোল উদযাপনটাও ছিল উত্ত্যক্ত করার মতো।
সঙ্গে বোকার পাঁচ ফুটবলারকেও একে একে লাল কার্ড দেখান তিনি। পুরো ম্যাচে সব মিলিয়ে ১০ ফুটবলার লাল কার্ড দেখেন। এর মধ্যে বোকার সাত জন এবং রেসিংয়ের তিন জন।