আর মাত্র আট দিন পেরোলেই পর্দা উঠতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের। প্রায় এক মাসজুড়ে বিশ্ববাসীর নজর থাকবে কাতার বিশ্বকাপে। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে অর্থবিত্তের ঝনঝনানিও কিন্তু আকাশছোঁয়া।
বিশ্বকাপের ২২তম আসরের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি পাবে ৪২ মিলিয়ন মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪১৯ কোটি টাকা। হাতছোঁয়া দূরত্ব থেকে যাদের বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হবে, সেই রানার্সআপ দল পাবে ৩০ মিলিয়ন ডলার; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা। তৃতীয় হওয়া দলটি পাবে ২৭ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৭০ কোটি টাকা। আর চতুর্থ দলের পকেটে যাবে ২৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকা। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া প্রতিটি দল পাবে ১৭ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৭০ কোটি। আর রাউন্ড অব সিক্সটিন বা শেষ ষোলোতে বিদায় নেওয়া প্রতিটি দলের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৩০ কোটি। এ ছাড়া গ্রুপ পর্ব পেরোতে না পারা প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন মার্কিন ডলার বা ৯০ কোটি টাকা।
সব মিলিয়ে কাতার বিশ্বকাপে প্রাইজমানির পরিমাণ দাঁড়াচ্ছে ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৩৮৭ কোটি টাকা।
অন্যান্য আসরের তুলনায় ২০২২ বিশ্বকাপেই প্রাইজমানি বাবদ সবচেয়ে বেশি অর্থ খরচ করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।