ভারতকে ১৮৬ রানে আটকে দিয়ে জয়ের লক্ষ্যেই ব্যাট করছিল বাংলাদেশ। অথচ ১৩৬ রানে পড়ে যায় ৯ উইকেট। সেখান থেকে পরাজয়ের শঙ্কাই ছিল। কিন্তু মেহেদী হাসান প্রথম ওয়ানডেটা ১ উইকেটে জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিক দল।
মিরপুর স্টেডিয়ামে অবিশ্বাস্য এই জয় পেতে সবচেয়ে বড় অবদান ছিল মিরাজের। বাংলাদেশ জয় নিশ্চিত করেছে ২৪ বল হাতে রেখে।
মেহেদী হাসান মিরাজ যে বিস্ময়কর ব্যাটিং করলেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মোস্তাফিজুর রহমানকে নন-স্ট্রাইক প্রান্তে রেখে সিঙ্গেল না নিয়ে তিনি বাংলাদেশকে জয়ী করে মাঠ ছাড়ার মরণপণ সংগ্রামে অবতীর্ণ হন এবং একজন খেলোয়াড় যখন নিজেকে উজাড় করে এভাবে খেলতে পারে, তখন ভারতের মতো দলেরও কিছু করার থাকে না।
এর মধ্যে লোকেশ রাহুল ফেলে দিয়েছিলেন মিরাজের একটি ক্যাচ। ম্যাচের মোড়ও ঘুরে গিয়েছিল তখন বলা যায়। এরপর মিরাজ খেললেন অতিমানবীয় ইনিংস এবং যোগ্য সঙ্গ দিলেন মোস্তাফিজুর রহমান।
সেই সঙ্গে ইতিহাসের সেরা একটি ম্যাচ জয় করে নিলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১ উইকেটের এই জয়টি লেখা হয়ে যাবে ইতিহাসের পাতায়।