স্মার্টফোনে অ্যাডাল্ট সাইট ব্লক করার পদ্ধতি

জাগো বাংলা ডেস্ক প্রকাশিত: ০৯:২১ এএম, ১৩ ডিসেম্বর ২০২২
স্মার্টফোনে অ্যাডাল্ট সাইট ব্লক করার পদ্ধতি

স্মার্টফোন শিশুদের জন্য নিরাপদ করতে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট সাইটগুলো ব্লক করে দিন। এজন্য প্রথমেই স্মার্টফোনে গুগল প্লে সীমাবদ্ধতা চালু করতে হবে। এটি শিশুকে এই ধরনের অ্যাপ, গেম এবং অন্যান্য ওয়েব রিসোর্স ডাউনলোড করতে বাধা দেবে, যা তার বয়সের জন্য উপযুক্ত নয়। জেনে নিন কীভাবে কাজটি করবেন-

>> এজন্য প্রথমে শিশুর ডিভাইস থকে গুগল প্লে স্টোরে যান।
>> এবার বাম কোণে থাকা সেটিংসে গিয়ে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ বিকল্পটি দেখতে পাবেন।
>> সেটি ক্লিক করে একটি পিন সেট করুন। অভিভাবকরা এই পিন সেট করে অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেটিং পরিবর্তন করতে পারবেন।
>> এক বার পিন সেট হয়ে গেলে প্রতিটি বিভাগের জন্য স্টোর ভিত্তিক বয়স রেটিং-এর উপর ভিত্তি করে সীমাবদ্ধতা সেট করা যেতে পারে। তবে এই পিনটি সন্তানের সঙ্গে শেয়ার করবেন না।

সূত্র: কিডস্লোক্স